মোবাইল

ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

Published on:

Motorola g45 Price cut by rs 2500 Flipkart Sale Available 10000 Discount

আপনি যদি Motorola ফোনের ফ্যান হন, তাহলে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে অফার মিস করবেন না। এই বাম্পার অফারটি Motorola G45 5G এর উপর পাওয়া যাচ্ছে। আপনি সেরা ডিল সহ এই ডিভাইসটি কিনতে পারবেন। স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে আপনি Motorola G45 5G ফোনটি ২৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কিনতে পারবেন।

আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে ১১,৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। অফারটি চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Motorola G45 ফিচার এবং স্পেসিফিকেশন

Motorola G45 ফোনে ১৬০০x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত।

এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে মোটোরোলা জি৪৫ ডিভাইসে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিনে চলে।