গুগল চলতি মাসে অর্থাৎ জুন মাসে অ্যান্ড্রয়েড ১৬ এর স্টেবল ভার্সন লঞ্চ করেছে। সাধারণত এটি আগস্ট বা সেপ্টেম্বরে রিলিজ করা হয়। আর এই আগাম আগমনের কারণে Motorola ফোনগুলিতেও অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) ভিত্তিক আপডেট দ্রুত চলে আসবে। ইতিমধ্যেই সংস্থাটি ঘোষণা করেছে, তাদের কোন কোন মডেলের জন্য অ্যান্ড্রয়েড ১৬ আপডেট রোল আউট করা হবে।
আপনি যদি Motorola Razr সিরিজের কোনো ফোল্ডেবল ফোন ব্যবহার করে থাকেন, অথবা Edge সিরিজের ঝকঝকে কোনো মডেল, বা হয়তো বাজেটের দিকে নজর রেখে একটি Moto G ফোন হাতে রাখেন, সবার কাছেই নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে। যদিও খুব পুরানো মডেলে এই আপডেট আসবে না।
মোটোরোলা সাধারণত সফটওয়্যার আপডেট রোলআউটের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি অনুসরণ করে। এখনও ব্র্যান্ডের অনেক মডেলে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসেনি। তবে দেরি হলেও একেবারে থেমে নেই তারা, ইতিমধ্যেই নির্দিষ্ট কয়েকটি ডিভাইসের জন্য বিটা টেস্টিং শুরু করেছে সংস্থাটি। আপনার ফোন এই লিস্টে আছে কিনা তা জানতে মোটোরোলার অফিশিয়াল ফোরামের ‘Current Testing Opportunities’ পেজে ভিজিট করতে পারেন। আশা করা যায় কয়েক মাসের মধ্যে এই লিস্টে আরও ডিভাইস যুক্ত হবে।
Motorola Razr সিরিজ
Motorola Edge সিরিজ
Moto G সিরিজ ও ThinkPhone
এই লিস্টে ২০২৪ সালের Razr বা প্রথম প্রজন্মের ThinkPhone সহ অনেক জনপ্রিয় মডেল অন্তর্ভুক্ত নেই। তবে মোটোরোলা এর আগেও এই কাজ করেছে এবং আপডেটের জন্য ধীরে ধীরে ডিভাইসের সংখ্যা বাড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হয়। আপনার ফোন পরবর্তী বড় আপডেট পাবে কিনা তা জানতে Motorola Software Support ওয়েবসাইটে গিয়ে আপনার মডেল সিলেক্ট করে “Next OS” সেকশন চেক করতে পারেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.