Motorola Razr FIFA World Cup 2026 Edition ফ্লিপ স্মার্টফোন ৬ জানুয়ারি বাজারে আসছে

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এখনও কয়েক মাস দূরে, কিন্তু ইতিমধ্যেই উত্তেজনা আঁচ করছে বিশ্ব দুনিয়া। এই পরিস্থিতিতে আসরে নামলো Motorola। সংস্থাটি তাদের এক্স হ্যান্ডলে একটি সল্প সময়ের টিজার প্রকাশ করেছে। যেখান থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, সংস্থাটি শীঘ্রই একটি স্পেশাল এডিশন Razr ফ্লিপ স্মার্টফোন বাজারে আনছে, আর সেটার সঙ্গে সরাসরি জুড়ে রয়েছে FIFA World Cup 2026।
লঞ্চ ডেট নিশ্চিত করল সংস্থা
Motorola সম্প্রতি জানিয়েছে, Razr FIFA World Cup 2026 Edition ফ্লিপ স্মার্টফোনটি আগামী ৬ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। তারিখ নিশ্চিত করা হলেও ফোনটি প্রি-অর্ডার কবে থেকে করা যাবে তা এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে লঞ্চের দিন থেকেই ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।
ডিজাইনে নতুনত্ব দেখা যাবে
এই স্পেশাল এডিশন ফোনটি মূলত Razr 2025 বা Razr 60 মডেলের উত্তরসূরি হবে বলে মনে করা হচ্ছে। যদিও পুরো ডিজাইন এখনও সামনে আসেনি। তবে টিজার ভিডিওতে একটি ঝলক দেখা গেছে। ফোনের পিছনের অংশে FIFA World Cup 2026 এর লোগো রয়েছে। খুব বেশি জাঁকজমক নয়, কিন্তু স্পোর্টস ফ্যানদের জন্য এটা আলাদা অনুভূতি তৈরি করতে পারে।
একই দিনে আরও একটি বড় ঘোষণা
মজার বিষয় হল ৬ জানুয়ারি Razr স্পেশাল এডিশনের সাথে Motorola তাদের Signature ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ভারতীয় বাজারে সেটি পাওয়া যাবে পরের দিন, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৬ থেকে। যারা প্রিমিয়াম ফোন খুঁজছেন, তাদের জন্য দিনটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে

