ভারতীয় স্মার্টফোন বাজারে একসময় Nubia-র ফোন পাওয়া যেত। ২০১৫ সালে এদেশে এসেছিল Nubia Z9 Mini, Z11 Mini, N1, Z17 Mini-এর মতো বেশ কয়েকটি মডেল। যদিও ২০১৭ সালে Nubia Z17 Mini লঞ্চের পর ব্র্যান্ডটি ধীরে ধীরে ভারতে সাধারণ ফোন আনা বন্ধ করে দেয়। পরে সংস্থাটি ২০১৮-১৯ সালে গেমিং-ফোকাসড কয়েকটি Red Magic ফোন এনেছিল ঠিকই, কিন্তু তারপরে আর কোনো ডিভাইসের দেখা মেলেনি।
তবে মনে হচ্ছে এবার ভারতে কামব্যাক করছে Nubia। ইতিমধ্যেই Acer আর Alcatel-এর মতো ব্র্যান্ড ভারতে লোকাল ম্যানুফ্যাকচারারদের সঙ্গে হাত মিলিয়ে রি-এন্ট্রি করছে, নুবিয়া-ও সেই পথেই হাঁটতে চলেছে বলে আমাদের অনুমান।
আসলে সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সার্টিফিকেশন পেয়েছে নুবিয়া-র তিনটি নতুন স্মার্টফোন, যাদের মডেল নম্বর Z2460, Z2462N ও Z2464N। এই ফোনগুলি তৈরি করছে তেলেঙ্গানা-ভিত্তিক স্কাইকোয়াড ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড। যা দেখে আশা জাগছে যে, নুবিয়া এবার সত্যিই ভারতের বাজারে পা রাখছে।
প্রসঙ্গত এই তিনটি ফোন ইতিমধ্যেই Nubia Music 2, Nubia Focus 2 5G এবং Nubia Neo 3 নামে অন্য দেশে লঞ্চ হয়েছে। এবার ভারতে আনার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। যদিও কোম্পানির তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
Nubia Neo 3 5G মূলত বাজেট গেমারদের টার্গেট করে তৈরি। এতে আছে ৬.৮ ইঞ্চি AMOLED ফুল এইচডি প্লাস স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ইউনিসক T8300 চিপসেট, ৮ জিবি র্যাম, ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যাটারি, RGB লাইটিং, গেমিং ট্রিগার। ইন্দোনেশিয়ায় এর দাম রাখা হয়েছে প্রায় ১৩,০০০ টাকা।
এদিকে Nubia Focus 2 5G ডিভাইসে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ জিবি র্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, এবং এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এর দাম ইন্দোনেশিয়ায় রাখা হয়েছে ১০,৪০০ টাকার কাছাকাছি।
আর Nubia Music 2 মূলত মিউজিকপ্রেমীদের জন্য বানানো হয়েছে। এর তিনটি স্পিকারের ২.১ চ্যানেল সাউন্ড সিস্টেম, ৯৫ ডেসিবেল সাউন্ড আউটপুট সচারাচর কোনো স্মার্টফোনে পাওয়া যায় না। যদিও এটি ৫জি ডিভাইস নয়।
দাম ও ফিচারের নিরিখে বলা যায় যে নুবিয়া ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার সেগমেন্টে জায়গা করে নিতে চাইছে। এখন দেখার, ফোনগুলি ঠিক কবে ভারতে লঞ্চ হয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.