OnePlus 13R কিনুন সস্তায়, Amazon সেলে ফ্রি Buds 3 সহ বিশাল ছাড়

Amazon নিয়ে এসেছে গ্রেট সামার ডেজ সেল, যেখানে অনেক স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তবে এই প্রতিবেদনে আমরা একটি বিশেষ ডিভাইসের কথা বলবো, যেখানে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনের নাম OnePlus 13R। এই ফ্ল্যাগশিপ মডেলটি এখন অনেক সস্তায় কেনার সুযোগ দিচ্ছে Amazon, এবং ক্রেতারা এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।
অ্যামাজন সেলে OnePlus 13R ফোনের উপর অফার
ওয়ানপ্লাস ১৩আর এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৮ টাকা। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে ফোনটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৪০,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। আবার এই স্মার্টফোনটির সাথে ফ্রি পাওয়া যাচ্ছে ৪,০৯৯ টাকার OnePlus Buds 3।
OnePlus 13R এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১৩আর ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর, যা ২এক্স অপটিক্যাল জুম এবং ৪এক্স লসলেস জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
OnePlus 13R ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে LTPO অ্যামোলেড ডিসপ্লে, যা HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।
OnePlus 13R দুইটি কালার অপশনে এসেছে – নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রাল ট্রেল। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলে।