বিশেষ এই সুবিধা সহ আসছে OnePlus 13T, দুর্দান্ত 50MP টেলিফটো ক্যামেরা সহ থাকবে 6200mAh ব্যাটারি

OnePlus 13T এই মাসের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি জানা যায় এতে 6000mAh এর থেকে বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আজ আবার সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে ‘অ্যালার্ট স্লাইডার’ এর পরিবর্তে কুইক বাটন নামক একটি নতুন বাটন দেওয়া হবে। কোম্পানির একজন কর্মকর্তা চীনা মাইক্রো ব্লগিং সাইট, Weibo তে এই তথ্য জনসমক্ষে এনেছেন।

OnePlus 13T এর কুইক বাটনের বিশেষত্ব

আজ সংস্থার তরফে জানানো হয়েছে যে ওয়ানপ্লাস 13T এপ্রিলের শেষে চীনে লঞ্চ হবে। এতে একটি ছোট বাটন থাকবে যা ফোনের বাম দিকে দেওয়া হবে। এই কুইক বাটন থেকে সাইলেন্ট, ভাইব্রেশন, রিং ইত্যাদি মোড পরিবর্তন করা যাবে। এর পাশাপাশি একটি নতুন কাস্টম ফাংশনও যোগ করা হবে, যার মাধ্যমে সবাই অনেক অপশনে যেতে পারবেন।

OnePlus 13T এর ফিচার

ওয়ানপ্লাস 13T স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.3-ইঞ্চি 1.5K ওএলইডি প্যানেল থাকবে। ডিজাইনের কথা বললে, এটি প্রিমিয়াম গ্লাস ব্যাক, মেটাল ফ্রেম এবং ফ্ল্যাট এজ সহ আসতে পারে। আর ডিভাইসটির ওজন হবে মাত্র 185g, যা একে OnePlus 13 (210g) এর থেকে হালকা করে তূলবে।

এর আগে জানা গিয়েছিল যে, ওয়ানপ্লাস 13T স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে। ডিভাইসটি সম্প্রতি AnTuTu বেঞ্চমার্ক (মডেল PKX110) সাইটেও উপস্থিত হয়েছে, যেখানে এটি 30,06,913 স্কোর করেছে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল-ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (ওআইএস সহ) এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (2x অপটিক্যাল জুম)। তবে এই ফোনে আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে না বলে শোনা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস 13T ফোনে 62000mAh ব্যাটারি দেওয়া হবে, যা ওনপ্লাস 13 এর 6000mAh এর থেকেও বড়।

OnePlus 13T এর দাম

OnePlus 13T ডিভাইসটির দাম 13 এর চেয়ে কিছুটা কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। এর দাম 4,000 – 4,500 ইউয়ান (প্রায় 47,000 টাকা – 53,000 টাকা) এর মধ্যে থাকবে।