OnePlus 15 আসছে নতুন ডিউন কালার অপশনের সাথে, ফিচারের সাথে ডিজাইনেও বড়সড় চমক

চলতি বছরের শেষের দিকে চীনে লঞ্চ হতে চলেছে OnePlus 15। এটি OnePlus 13 এর উত্তরসূরী হিসেবে আসবে। জানা গেছে এই স্মার্টফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার জনপ্রিয় এক টিপস্টারের মাধ্যমে এই ডিভাইসের কালার অপশন ফাঁস হয়েছে। পাশাপাশি তিনি OnePlus 15 এর প্রতিটি কালার অপশনের ওজনও জানিয়েছেন। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
OnePlus 15 লঞ্চ হবে তিনটি কালার অপশনে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন গতকাল এক উইবো পোস্টে OnePlus 15 সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছে যে আসন্ন হ্যান্ডসেটটি অ্যাবসোলিউট ব্ল্যাক, ডিউন এবং মিস্ট পার্পল কালার অপশনে পাওয়া যাবে। এদের মধ্যে ডিউন কালার অপশনটিকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে।
কোন কালার অপশনের কি ওজন
টিপস্টার আরও বলেছেন যে সমস্ত কালার অপশনের মধ্যে ওজনে পার্থক্য থাকবে। এক্ষেত্রে OnePlus 15 এর ডিউন কালার ভ্যারিয়েন্ট হবে সবচেয়ে হালকা, এর ওজন থাকবে ২১১ গ্রাম। আবার অ্যাবসোলিউট ব্ল্যাক এবং মিস্ট পার্পল কালার অপশনের ওজন হবে ২১৫ গ্রাম।
OnePlus 15 এর ডিজাইন ও স্পেসিফিকেশন
কিছুদিন আগে ওয়ানপ্লাস ১৫ এর রেন্ডার ফাঁস হয়েছিল। এতে নতুন ক্যামেরা ডিজাইন দেখা যাবে। যেখানে OnePlus 13 মডেলে গোলাকার ক্যামেরা মডিউল ছিল, নতুন ফোনে বর্গাকার মডিউল দেখা যাবে। ওয়ানপ্লাস ১৩ মডেলে ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে।
আর ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এতে ‘DetailMax’ নামে নিজস্ব ইমেজ ইঞ্জিন ব্যবহার করা হবে।
১০০ ওয়াট চার্জিং সহ বড় ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 মডেলে ৭০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, OnePlus 13 মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি ছিল।