OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে। এটি গত বছর লঞ্চ হওয়া OnePlus 13 এর উত্তরসূরি মডেল হবে। শুরুতে ফোনটি চীনে এবং আগামী দিনে ভারত সহ অন্যান্য মার্কেটে উপলব্ধ হবে। ইতিমধ্যেই Amazon India-র ওয়েবসাইটে ডিভাইসটির জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। তবে কোম্পানি এখনও ভারতে এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। জানা গেছে OnePlus 15 ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরা সেটআপ।

OnePlus 15 এর ডিজাইন ও স্পেসিফিকেশন (লিক)

ডিজাইনের কথা বললে OnePlus 15 মডেলটিকে দেখতে OnePlus 13s এর মতো হবে। পিছনের প্যানেলে স্কোভাল ক্যামেরা আইল্যান্ড থাকবে এবং মাঝখানে কোম্পানির ব্র্যান্ডিং লক্ষ্য করা যাবে। এতে মাইক্রোস্পেস-গ্রেড ন্যানো-সিরামিক মেটাল ফ্রেম দেওয়া হবে। আর ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটিং সহ আসবে। এর ওজন থাকবে ২১১ গ্রাম এবং এটি ৮.১ মিমি স্লিম হবে।

রিপোর্ট অনুযায়ী, OnePlus 15 স্মার্টফোনে পাওয়া যাবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি 4K ভিডিও এডিটিং এবং গেমিংয়ের মতো কাজের জন্য আদর্শ হবে। এতে নতুন Max Engine ক্যামেরা সিস্টেমও থাকবে। এই সিস্টেমটি রিয়েল-টাইম ফটো প্রসেসিং করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 মডেলে ট্রিপল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে, যার মধ্যে একটি প্রাথমিক সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি টেলিফটো লেন্স থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি মিলবে। এতে ১২০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আগামীকাল OnePlus Ace 6 লঞ্চ হবে

OnePlus 15 এর সাথে আগামীকাল চীনে OnePlus Ace 6 হ্যান্ডসেটটিও লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টটি চীনের সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টায় (ভারতীয় সময় বিকেল ৪:৩০ টা) শুরু হওয়ার কথা রয়েছে।

OnePlus 15 এর ভারতে লঞ্চ এবং দাম

আশা করা হচ্ছে OnePlus 15 নভেম্বরের মাঝামাঝি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ভারতে এর দাম ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।