ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই ডিভাইসে থাকবে বড়সড় চমক। কারণ রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus 15 মডেলে প্রথমবার কোম্পানির নিজেদের তৈরি করা ইমেজিং ব্র্যান্ড ব্যবহার করা হবে, যেটা ওয়ানপ্লাসের ক্যামেরা কৌশলে এক বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, OnePlus 15 ফোনে সম্পূর্ণ নিজস্ব ক্যামেরা প্রযুক্তি থাকবে, যেখানে এতদিন সংস্থার ডিভাইসে হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা সেটআপ দেখা যেত।
ওয়ানপ্লাস ১৫ ফোনটির রিয়ার ক্যামেরা ডিজাইনেও বড় বদল আসছে। আগের মডেলগুলির গোলাকার ক্যামেরা সেটআপ এবার আর দেখা যাবে না। বদলে আসবে এক নতুন লেআউট, যেখানে থাকবে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x পেরিস্কোপ টেলিফটো ইউনিট।
জানা গেছে ওয়ানপ্লাস ১৫ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, যা ১.৫কে রেজোলিউশন এবং LIPO প্যাকেজিং প্রযুক্তি সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে, যা সম্ভবত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, সঙ্গে থাকবে ১০০ ওয়াট ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়াও OnePlus 15 মডেলে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 রেটিং থাকবে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.