ফাটাফাটি লুক ও ফিচার নিয়ে আসছে গেম চেঞ্জার OnePlus 15, ছবি ফাঁস হল

ওয়ানপ্লাস অক্টোবরে চীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। যদিও এর নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার একটি রিপোর্টে হ্যান্ডসেটটির ডিজাইন এবং ক্যামেরা সেটআপের কিছু ঝলক দেখানো হয়েছে। এখান থেকে স্পষ্ট যে ওয়ানপ্লাস এবার তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে।

OnePlus 15 ফোনের ডিজাইনে পরিবর্তন

রিপোর্ট থেকে জানা গেছে, OnePlus 15 এর ডিজাইন আগের মডেলগুলির থেকে আলাদা হবে এবং ডিভাইসটি প্রিমিয়াম ফিল দেবে। এতে পাতলা বেজেল ও কার্ভড ডিসপ্লে দেখা যাবে। এটি মেটাল-গ্লাস বডি সহ আসবে। নতুন এই হ্যান্ডসেটের ডিজাইন স্যামসাং এবং আইফোনের মতো ফ্ল্যাগশিপ মডেলগুলিকে টেক্কা দেবে।

OnePlus 15 আসবে নতুন ক্যামেরা আইল্যান্ডের সাথে

আসন্ন ওয়ানপ্লাস ১৫ মডেলে সবচেয়ে পরিবর্তন দেখা যাবে ক্যামেরা সেটআপে। এতে নতুন রিয়ার ক্যামেরা অ্যারে থাকবে, যা উন্নত লো-লাইট ফটোগ্রাফি এবং আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শটের মতো সুবিধা প্রদান করবে। আর ওয়ানপ্লাস এবারও উন্নত ইমেজ প্রসেসিংয়ের জন্য হ্যাসেলব্লাডের সাথে অংশীদারিত্ব করেছে।

OnePlus 15 এর প্রসেসর সহ অন্যান্য ফিচার

OnePlus 15 স্মার্টফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট। এতে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেন ওএস কাস্টম স্কিনে চলবে।

OnePlus 15 এর লঞ্চের টাইমলাইন

জানা গেছে, ওয়ানপ্লাস আগামী মাসে অর্থাৎ অক্টোবরে OnePlus 15 লঞ্চ করবে। এই ফোনের সাথে Oppo Find X9, Xiaomi 17 এর প্রতিদ্বন্দ্বিতা চলবে।