শুধু আপগ্রেড প্রসেসর নয়, OnePlus 15T ও OnePlus 15s আসছে বড় ব্যাটারি ও অতিরিক্ত ক্যামেরার সাথে

কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে OnePlus 13T ও OnePlus 13s। দুটো ফোনই কমপ্যাক্ট স্ক্রিনের হাই-এন্ড ডিভাইস হিসেবে বেশ ভালোই সাড়া ফেলেছে। যারা বড় ডিসপ্লের ফোন ব্যবহার করতে আগ্রহী নন, কিন্তু পারফরম্যান্সের সাথে আপোষ করতে চান না, তাদের জন্য OnePlus 13T ও 13s আদর্শ বলেই অনেকে মনে করছেন। এদিকে এই দুই ডিভাইস নিয়ে বাজার এখনও ঠান্ডা হতে না হতেই, গুঞ্জন শুরু হয়েছে OnePlus 15T ও OnePlus 15s নিয়ে। তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, OnePlus 13T এর পরে একেবারে 15T কেন? 14T মডেল কোথায় গেল? তার উত্তর পাবেন এই প্রতিবেদনে।

OnePlus 14 সিরিজ আসবে না

রিপোর্টে বলা হয়েছে, ওয়ানপ্লাস পুরোপুরি ১৪ সিরিজ এড়িয়ে যাবে। এর পেছনে যুক্তি হিসেবে জানানো হয়েছে, এশিয়ার কিছু অঞ্চলে ‘১৪’ সংখ্যাটিকে অপভ্রংশ বা অশুভ বলে মনে করা হয়, টেট্রাফোবিক নামে পরিচিত এই সংস্কারের কারণেই নাকি এমন সিদ্ধান্ত।

OnePlus 15T ও OnePlus 15s সম্পর্কে কি জানা গেছে

আপাতত শোনা গেছে, ওয়ানপ্লাস ১৫টি এবং ১৫এস-এর ডিসপ্লে সাইজ ১৩ সিরিজের মতোই থাকবে। তবে পিছনের ক্যামেরা সেটআপে দেখা যাবে পরিবর্তন, যেখানে দুটি ক্যামেরা থেকে বেড়ে হবে তিনটি ক্যামেরা। যদিও নির্দিষ্টভাবে এদের সেন্সর বা রেজোলিউশন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে তৃতীয় ক্যামেরাটি আল্ট্রাওয়াইড সেন্সরই হবে বলে মনে হচ্ছে।

ব্যাটারিতে বড়সড় আপগ্রেড

আরও একটি উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে ওয়ানপ্লাস ১৫টি এবং ১৫এস এর ব্যাটারি সেকশনে। আগের তুলনায় বড় ব্যাটারি দেওয়া হবে নতুন মডেল দুটিতে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। আর পারফরম্যান্সের জন্য থাকবে নতুন চিপসেট। অর্থাৎ প্রতিবারের মতো এবারও ফ্ল্যাগশিপ ডিভাইস আপডেট মানেই নতুন প্রসেসর।

OnePlus 15T ও OnePlus 15s কবে লঞ্চ হবে

ওয়ানপ্লাস ১৫টি এবং ১৫এস কবে আসবে, তা এখনও নিশ্চিত নয়। ওয়ানপ্লাস কি পুরো এক বছর অপেক্ষা করবে, নাকি এর আগেই কোনও চমক দেখাবে? সেটা কয়েকমাসের মধ্যে আমরা জানতে পারবো।