ওয়ানপ্লাস ভারতে OnePlus 13 সিরিজের ডিভাইসগুলির জন্য নতুন গ্রাহক পরিষেবা ঘোষণা করল। যেসমস্ত ক্রেতারা 13 ফেব্রুয়ারি, 2025 এর আগে OnePlus 13 বা OnePlus 13R কিনবেন, তারা 180 দিনের জন্য কোনও সমস্যার জন্য বিনামূল্যে ফোনটি রিপ্লেস করতে পারবেন। ওয়ানপ্লাসের এই নতুন রিপ্লেসমেন্ট প্ল্যানের সুবিধা ক্রেতারা তখন পাবেন যখন 180 দিনের মধ্যে তারা ফোনে কোনও হার্ডওয়্যার সমস্যা অনুভব করবেন।
ওয়ানপ্লাসের 180 দিনের রিপ্লেসমেন্ট প্ল্যানের এভাবে কাজ করবে
ওয়ানপ্লাসের 180 দিনের রিপ্লেসমেন্ট প্ল্যান স্ক্রিন, ব্যাক কভার, ব্যাটারি এবং মাদারবোর্ড সহ ডিভাইসের হার্ডওয়্যার বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 180 দিনের মধ্যে কোনো হার্ডওয়্যার অংশে সমস্যা হলে ক্রেতাদের নতুন ফোন দেওয়া হবে।
রিপ্লেসমেন্ট সুবিধা নিতে ক্রেতাদের অনুমোদিত ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে যেতে হবে। 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে ওয়ানপ্লাস 13 সিরিজের ডিভাইস কিনলে ক্রেতারা একদম ফ্রিতে এই পরিষেবা পাবেন। এই সময়ের পরে, ক্রেতাদের অ্যাড-অন হিসাবে এই পরিষেবা কিনতে হবে। পেড রিপ্লেসমেন্ট প্ল্যানে OnePlus 13 এর জন্য দিতে হবে 2599 টাকা এবং OnePlus 13R এর জন্য দিতে হবে 2299 টাকা।
OnePlus 13 সিরিজের সেল
ওয়ানপ্লাস 13 এর সেল আগামী 10 জানুয়ারী, 2025 থেকে শুরু হবে, আর ওয়ানপ্লাস 13R 5G এর প্রথম সেল 13 জানুয়ারী, 2025 থেকে শুরু হবে।
OnePlus 13 এর দাম
12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ – 69,999 টাকা
16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ – 71,999 টাকা
24 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ – 84,999 টাকা
OnePlus 13R এর দাম
12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ – 42,999 টাকা
16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ – 46,999 টাকা