আজ ভারতে লঞ্চ হচ্ছে OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5, দাম ও ফিচার আগেভাগে জেনে নিন

আজ ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus-এর দুটি নতুন স্মার্টফোন, OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5। ইতিমধ্যেই উভয় ডিভাইসের বেশ কিছু চমকপ্রদ ফিচার, দাম ও সেলের তারিখ সামনে চলে এসেছে। জানা গেছে ওয়ানপ্লাসের নতুন নর্ড সিরিজের ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭১০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আর এই সিরিজের দাম শুরু হবে প্রায় ২৫,০০০ টাকা থেকে। আসুন OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus Nord 5 ও Nord CE 5 এর ভারতে সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড ৫ এর দাম শুরু হতে পারে প্রায় ৩০,০০০ টাকা থেকে। এটি iQOO ও Nothing এর মতো ব্র্যান্ডের মিড-রেঞ্জ স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, নর্ড সিই ৫ এর দাম একটু কম, প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। ফোন দুটি পাওয়া যাবে Flipkart, Amazon এবং OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

কবে থেকে পাওয়া যাবে OnePlus Nord 5 ও Nord CE 5

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ আজ ৮ জুলাই ভারতে লঞ্চ হবে। নর্ড ৫ মডেলটির সেল শুরু হবে ঠিক তার পরের দিন, অর্থাৎ ৯ জুলাই থেকে। আর যারা Nord CE 5 কেনার কথা ভাবছেন, তাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ এই ফোনের সেল শুরু হবে ১২ জুলাই থেকে।

OnePlus Nord 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৫ স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকতে পারে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। এর সামনে দেখা যাবে ৬.৮৩-ইঞ্চি OLED প্যানেল, যা ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

OnePlus Nord CE 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ। এতে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস হবে ১৩০০ নিটস। এই ডিসপ্লে এইচিআর১০ প্লাস সাপোর্ট অফার করবে। ডিভাইসটি ৭১০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, সঙ্গে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেটআপও প্রায় নর্ড ৫ এর মতোই, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।