OnePlus আনছে নতুন জোরদার পারফরম্যান্সের ফোন, থাকবে 8000mAh ব্যাটারি

OnePlus এবার পারফরম্যান্স কেন্দ্রিক ফোন‌ প্রেমীদের জন্য বিশেষ ডিভাইস নিয়ে হাজির হচ্ছে। অন্তত সাম্প্রতিক লিকগুলি সেই ইঙ্গিতই দিচ্ছে। ১৩ জানুয়ারি চীনের সোশ্যাল প্ল্যাটফর্ম Weibo-তে পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন যে তথ্য শেয়ার করেছেন, তাতে বোঝা যাচ্ছে, সংস্থাটি একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করছে। এর মূল আকর্ষণ হতে পারে দুর্দান্ত পারফরম্যান্স ও বড় ব্যাটারি।

যদিও ডিজিটাল চ্যাট স্টেশন তার পোস্টে সরাসরি OnePlus-এর নাম নেয়নি, তবে সেখানে তিনি ‘Jiajia ফ্যাক্টরি’র উল্লেখ করেছেন এবং যে স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে, তাতে অনেকেই ধরে নিচ্ছেন এটি OnePlus এরই ডিভাইস হবে। পোস্টে বলা হয়েছে, আসন্ন এই হ্যান্ডসেটে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে। চারদিকে সমান বেজেল, বড় ও গোলাকার কর্নার ডিজাইন OnePlus-এর সাম্প্রতিক ফ্ল্যাট স্ক্রিন ট্রেন্ডকেই আরও এগিয়ে নিয়ে যাবে।

টিপস্টার এই স্মার্টফোনকে ‘মিড-স্ক্রিন পারফরম্যান্স ফোন’ হিসেবে দাবি করেছেন। মানে সাইজে খুব বড়ও নয়, আবার ছোটও নয়। দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করা যাবে, আবার পারফরম্যান্সের সাথে কোনও আপস করা হবে না। আজকের দিনে অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসই আকারে বড় আর ওজনে ভারী হয়। সেই জায়গায় OnePlus কিছুটা ভারসাম্যপূর্ণ সাইজে শক্তিশালী হার্ডওয়্যারের স্মার্টফোন আনতে চাইছে।টিপস্টার জানিয়েছেন, এতে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লের সাথে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, কোম্পানি ৯০০০ এমএএইচ ব্যাটারির একটি ফোনের উপর কাজ করেছে। সেটা বাস্তবে এলে বাজারে আলোড়ন পড়তে পারে, সন্দেহ নেই। এই হ্যান্ডসেটটি লঞ্চ হলে OnePlus-এর Nord ও Ace সিরিজের মাঝামাঝি জায়গা দখল করতে পারে বলে মনে করা হচ্ছে।