অপ্পো আজ চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Oppo A5 Pro 4G লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কাছাকাছি। এই ডিভাইসটি মজবুত বিল্ড কোয়ালিটির সাথে বাজারে এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬.৬৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। আপাতত ইন্দোনেশিয়ায় পা রেখেছে Oppo A5 Pro 4G।
ইন্দোনেশিয়ায় অপ্পো এ৫ প্রো ৪জি ডিভাইসের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯,০০০ আইডিআর (প্রায় ১৬,১০০ টাকা) রাখা হয়েছে। ডিভাইসটি ভারত সহ অন্যান্য দেশে কবে লঞ্চ হবে তা এখনও কোম্পানির তরফে বলা হয়নি।
অপ্পো এ৫ প্রো ৪জি রাগড স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে। অপ্পো এ৫ প্রো ৪জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ৭২০x১৬০৪ পিক্সেল রেজোলিউশন, ১০০০ নিটস ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। Oppo A5 Pro 4G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ডিভাইসটি IP69, IP68 এবং IP66 রেটিং সহ আসায় ধুলো এবং জল প্রতিরোধী।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.