ওপ্পো তাদের নতুন স্মার্টফোন Oppo A5 Pro (4G) লঞ্চ করল। আপাতত মালয়েশিয়ায় পা রেখেছে ফোনটি। এই ডিভাইসটি কেবলমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। Oppo A5 Pro (4G) এর দাম রাখা হয়েছে ৮৯৯ রিঙ্গিত (প্রায় ১৮ হাজার টাকা)। মোচা ব্রাউন এবং অলিভ গ্রিন কালারে পাওয়া যাবে হ্যান্ডসেটটি। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো এ৫ প্রো (৪জি) ফোনে ১৬০৪x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি HD+ LCD প্যানেল আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ১০০০ নিট। স্মার্টফোনটি ৮ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 2.1 স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ চিপসেট।
ওপ্পো ডিভাইসে আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এটি ৩০ মিনিট পর্যন্ত ১.৫ মিটার পর্যন্ত জলের গভীরে ঠিক থাকতে পারে। ফোনটি ১৪টি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত। ফটোগ্রাফির জন্য ওপ্পো এ৫ প্রো (৪জি) ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, Oppo A5 Pro (4G) ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.