Oppo A6 Pro 5G কম দামে 7000mAh ব্যাটারি ও 16 জিবি র‌্যামের সাথে লঞ্চ হল

আজ বুধবার চীনে লঞ্চ হল Oppo A6 Pro 5G। এর দাম শুরু হয়েছে প্রায় ২২,২০০ টাকা থেকে। এই ফিচারে ঠাসা স্মার্টফোনে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। আসুন Oppo A6 Pro 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A6 Pro 5G এর দাম ও লভ্যতা

Oppo A6 Pro 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা)। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,৭০০ টাকা)। আর ফোনটির ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ২,১৯৯ ইউয়ান ও ২,৪৯৯, যা আদতে প্রায় ২৭,২০০ টাকা থেকে ৩০,৩০০ টাকার সমান।

ওপ্পো এ৬ প্রো ৫জি ব্ল্যাক জেড, গোল্ড ও ব্লু কালার অপশনে লঞ্চ হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। ডিভাইসটি অন্যান্য অঞ্চলে কবে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়।

Oppo A6 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ওপ্পো এ৬ প্রো ৫জি স্মার্টফোনটি কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে‌। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৪০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই মডেলে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আর Oppo A6 Pro 5G এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A6 Pro 5G ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ৭.৯৬ মিমি পুরু। এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং পাওয়া যাবে। ফলে এর বডি যে যথেষ্ট মজবুত তা আর বলার অপেক্ষা রাখে না।