ওপ্পো আজ ভারতে তাদের নতুন দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo F29 5G এবং F29 Pro 5G লঞ্চ করল। সংস্থার তরফে এই F29 সিরিজকে ‘Durability Champion’ ট্যাগলাইনের সঙ্গে বাজারে আনা হয়েছে। এই দুই ফোনে পাওয়া যাবে IP69, IP68 এবং IP66 রেটিং, যার মানে হল এগুলি জল এবং ধুলোতে নষ্ট হবে না। আবার ডিভাইস দুটিকে ৩০ মিনিট ধরে ১.৫ মিটার গভীর জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, পাশাপাশি এগুলি ঠান্ডা/গরম জল সহ্য করতে পারবে। আসুন Oppo F29 5G এবং F29 Pro 5G এর দাম, সেলের তারিখ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো এফ২৯ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ১২ র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ওপ্পো এফ২৯ ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা।
ওপ্পো এফ২৯ প্রো ৫জি দুটি কালার অপশনে এসেছে – মার্বেল এবং হোয়াইট। আর এফ২৯ সলিড পার্পল এবং গ্লেসিয়ার ব্লু কালারে এসেছে।
Oppo F29 সিরিজ বর্তমানে ওপ্পো ই-স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন পার্টনার স্টোরের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ১ এপ্রিল এবং ২৭ মার্চ থেকে যথাক্রমে ডিভাইসে দুটি সেলের জন্য উপলব্ধ হবে।
এসবিআই কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। এফ২৯ ফোনের সাথে ২,০০০ টাকা এবং এফ ২৯ প্রো এর সাথে ২৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এটি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সহ কেনা যাবে।
ডিসপ্লে: ওপ্পো এফ২৯ প্রো ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সাপোর্ট করবে।
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনশন 7300 এনার্জি প্রসেসর, ইউএফএস ৩.১ স্টোরেজ, এলপিডিডিআর৪এক্স র্যাম রয়েছে।
ক্যামেরা: ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল OV50D40 প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা; ১৬ মেগাপিক্সেল Sony IMX480 সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫, ২ বছরের ওএস আপডেট, ৩ বছরের সিকিউরিটি আপডেট।
অন্যান্য ফিচার: IP66/IP68/IP69 রেটিং, MIL-STD সার্টিফিকেশন, আউটডোর মোড, গ্লোভ মোড, স্প্ল্যাশ টাচ, গেম-এক্সক্লুসিভ ওয়াই-ফাই অ্যান্টেনা, এবং আরও অনেক কিছু।
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ইউএফএস ৩.১ স্টোরেজ, এলপিডিডিআর৪এক্স র্যাম।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং S5KJNS প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ১৬ মেগাপিক্সেল সোনি IMX480 ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: ৬,৫০০এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৫ এর ভিত্তিক কালার ওএস ১৫। ২ বছর এর ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট।
অন্যান্য ফিচার: এই ফোন IP66/IP68/IP69 জল প্রতিরোধী, MIL-STD সার্টিফিকেশন, ইউএসবি টাইপ-সি পোর্ট, এআই আনব্লার, এআই ইরেজার ২.০, এআই লাইভফটো, রিভার্স চার্জিং রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.