ভারতে শুরু টেস্টিং, আরও পাতলা ও শক্তিশালী ফিচার সহ আসছে Oppo Find N6

ওপ্পোর পরবর্তী ফোল্ডেবল ফোন Oppo Find N6, ভারতে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। এটি Find N5 এর উত্তরসূরি হিসেবে আসবে। পূর্বসূরি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হিসেবে বাজারে সাড়া ফেলেছে। আশা করা হচ্ছে Find N6 আগের মডেলের চেয়েও পাতলা এবং হালকা হবে।

ভারতে পরীক্ষা শুরু Oppo Find N6 এর

টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) সম্প্রতি একটি X পোস্ট বলেছেন যে Find N6 ভারতে পরীক্ষা করা হচ্ছে। যদিও তিনি জানিয়েছেন যে ডিভাইস পরীক্ষার অর্থ এর লঞ্চের সময় আগত, তবে এই ক্ষেত্রে, ভারতে এক্ষুনি স্মার্টফোনটি লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি আরও বলেছেন যে Find N6 ভারতে OnePlus ব্র্যান্ডিং সহ নাও আসতে পারে।

Oppo Find N6 এর সম্ভাব্য ফিচার

Oppo Find N6 ফোনে ৬.৬ ইঞ্চি আউটার ডিসপ্লে এবং ৮.১ ইঞ্চি ইনার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আর পাতলা বডি থাকা সত্ত্বেও এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল Sony LYT 808 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সাথে দেওয়া হতে পারে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ লেন্স এবং মাল্টিস্পেকট্রাল সেন্সর।

সফটওয়্যারের দিক থেকে, Find N6 মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এর অন্যান্য বিশেষত্বের মধ্যে থাকবে Plus কী, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে ডিভাইসটির বডি IPX8 এবং IPX9 রেটেড হবে।