Oppo আগামী 10 এপ্রিল নতুন ফাইন্ড সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Find X8s, X8s Plus, এবং X8 Ultra বাজারে আসতে চলেছে। এরমধ্যে আল্ট্রা মডেলটিকে ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার X8s Plus ফোনটি একই সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে এদের স্পেসিফিকেশন ও ছবি সামনে এসেছে।
টেনা সার্টিফিকেশন সাইটে অপ্পো ফাইন্ড X8s প্লাস ফোনটি PLB110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2760 x 1255 পিক্সেল) অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস ব্যবহার করা হবে। এতে 6000mAh (টিপিক্যাল ভ্যালু 5800mAh) ব্যাটারি থাকবে।
আরও পড়ুন: 35 হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে এই 5G ফোন
অপ্পো ফাইন্ড X8s প্লাস একাধিক মেমোরি ও স্টোরেজ কনফিগারেশনে আসবে : 8 জিবি/12 জিবি/ 16 জিবি র্যাম এবং 256 জিবি/ 512 জিবি/ 1টিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Oppo Find X8s Plus মডেলে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x জুম সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি68/আইপি69 রেটিং সহ আসতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.