লঞ্চের একদিন আগে Geekbench ফাঁস করে দিল Oppo K13 Turbo ফোনের প্রসেসর ও র্যাম

চীনে আগামীকাল ২১ জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo স্মার্টফোন সিরিজ। ওপ্পোর ইতিহাসে এই প্রথমবার, তারা একেবারে পারফরম্যান্স-ফোকাসড ফোন বাজারে আনছে। লঞ্চের আগে সম্প্রতি এই সিরিজের Oppo K13 Turbo Pro মডেলটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা যায়। সেখান থেকে জানা যায় এই ডিভাইসে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপ। এবার এই সাইটে উপস্থিত হল সিরিজের বেস মডেল Oppo K13 Turbo-ও। এই স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে আসুন জেনে নেওয়া যাক।
Oppo K13 Turbo অন্তর্ভুক্ত হল Geekbench সাইটে
গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইট থেকে জানা গেছে K13 Turbo ফোনে থাকছে ৩.২৫ গিগাহার্টজ স্পিডের ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট। এখানে ডিভাইসটি ১২ জিবি র্যাম সহ তালিকাভুক্ত হয়েছে, যদিও আমাদের বিশ্বাস এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটি এখানে সিঙ্গেল কোর টেস্টে ১১২৬ এবং মাল্টি-কোর টেস্টে ৪৯৯৯ পয়েন্ট পেয়েছে।
Oppo K13 Turbo সিরিজের স্টোরেজ অপশন
Oppo নিশ্চিত করেছে, K13 Turbo তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অন্যদিকে Turbo Pro মডেলটি অতিরিক্ত ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। কালার অপশনের দিক থেকেও ভিন্নতা দেখা যাবে। দুই মডেলই একই ব্ল্যাক ও পার্পেল কালার অপশনে এলেও, তবে বেস মডেল হোয়াইট এবং প্রো মডেল গোল্ড অপশনে পাওয়া যাবে।
Oppo K13 Turbo এর ফিচার ও স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী এই ফোনে থাকবে ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে এবং পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ।
ডিভাইসটির মূল আকর্ষণ হবে ব্যাটারি ও কুলিং সিস্টেম। এতে দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাশাপাশি এতে অ্যাকটিভ কুলিং ফ্যান এবং RGB লাইটিং থাকবে।