বাজেট ৫জি স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে Oppo K13x 5G। এর দাম শুরু হয়েছে মাত্র ১১,৯৯৯ টাকা থেকে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এটি সেগমেন্টের সবচেয়ে মজবুত ফোন। বিল্ড কোয়ালিটির পাশাপাশি এর স্পেসিফিকেশনও চমকপ্রদ। Oppo K13x 5G ডিভাইসে পাওয়া যাবে ১০০০ নিটস ব্রাইটনেস সহ ১২০ হার্টজ আল্ট্রা স্মুথ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সাথে এআই ইরেজার ও এআই আনব্লার সাপোর্ট করবে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি হাতে নেওয়ার পর আমাদের কোন কোন বিষয়গুলি নজর কেড়েছে সে সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
প্রথম দর্শনেই আপনি বুঝতে পারবেন যে ওপ্পো তাদের কে সিরিজের এই ফোনকে বিশেষভাবে মজবুত করে তুলতে চেয়েছে। এতে রয়েছে ৩৬০-ডিগ্রি আর্মার বডি, যা বানানো হয়েছে এয়ারক্রাফ্ট-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস, এবং ডিভাইসটি MIL-STD 810H মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফায়েড, এমনকি এটি এসজিএস গোল্ড ড্রপ টেস্টেও পাস করেছে।
আবার ওপ্পো কে১৩এক্স ৫জি “স্পঞ্জি শক অ্যাবজপশন সিস্টেম” সহ এসেছে। এটি পড়ে যাওয়ার সময় ফোনকে ধাক্কা থেকে বাঁচাতে পারে। এছাড়া এই স্মার্টফোনে পাওয়া যাবে গরিলা গ্লাস ৭আই-র সুরক্ষা এবং IP65 রেটিং।
আমি হাতে পেয়েছিলাম ওপ্পো কে১৩এক্স ৫জি এর মিডনাইট ভায়োলেট ভার্সনটি, যেটা ম্যাট ফিনিশ আর হালকা আলোয় একরকম শাইন করে, আবার আঙুলের ছাপও বিশেষ দেখা যায় না। এর আরেকটি কালার ভ্যারিয়েন্ট হল সানসেট পিচ, যা একটু বেশি উজ্জ্বল বলে আমাদের মনে হয়েছে। আর এটি যথেষ্ট হালকা ফোন, ওজন মাত্র ১৯৪ গ্রাম, আর ডিজাইনও পাতলা মাত্র ৭.৯ মিমি পুরু।
ওপ্পো কে১৩এক্স ৫জি এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে বলে মনে হলেও, আসলে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২-মেগাপিক্সেল মনোক্রোম লেন্স।
দিনে তোলা ছবির মান বেশ ভালো, রঙ যথেষ্ট স্বাভাবিক। রাতে যদিও কিছুটা সীমাবদ্ধতা আছে, তবে নাইট মোড কিছুটা সীমাবদ্ধতা কাটাবে। হ্যান্ডসেটটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামরা।
Oppo K13x 5G এর রিয়ার ক্যামেরা দিয়ে ৬০fps-এ ১০৮০p এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ৩০fps-এ ভিডিও রেকর্ড করা যাবে। আছে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন ফিচার। সাথে একগুচ্ছ এআই ফিচারও পাওয়া যাবে।
Oppo K13x 5G ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক এর ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। মাঝারি ব্যবহারে এই ব্যাটারি অনায়াসে দুদিন ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ৪৫W ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। এই চার্জিং প্রযুক্তি ব্যাটারিকে মাত্র ৭০ মিনিটে ফুল চার্জ করে দেবে। চার্জ দেওয়ার সময় ফোন খুব বেশি গরম হয়ে ওঠে না। এতে একটি স্পিকার থাকলেও, সাউন্ড নিয়ে অভিযোগ করার জায়গা নেই।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.