গত এপ্রিলে এসেছিল Oppo K13 5G। এবার ভারতে লঞ্চ হল এর নতুন ভার্সন, Oppo K13x 5G। সংস্থার দাবি, এটি তাদের সবচেয়ে ‘টাফ’ 5G স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Oppo K13x 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো কে১৩এক্স ৫জি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কিনতে খরচ হবে ১৪,৯৯৯ টাকা।
ফোনটির সেল শুরু হবে ২৭ জুন। এটি ওপ্পো ই-স্টোর ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাবে – মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ।
লঞ্চ অফার হিসেবে ওপ্পো কে১৩এক্স ৫জি কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এর সাথে এক্সচেঞ্জ বোনাস এবং তিন মাসের নো কস্ট ইএমআই-এর অপশনও থাকছে।
ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি এসজিএস গোল্ড ড্রপ এবং MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন সহ এসেছে, অর্থাৎ এটি পড়ে গেলেও খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এর বডি তৈরি হয়েছে এয়ারস্পেস গ্রেডের AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে, যার ওপরে রয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস।
ওপ্পো কে১৩এক্স ৫জি ডিভাইসে আছে ৬.৬৭-ইঞ্চি LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫.১ কাস্টম স্কিনে চলে।
Oppo K13x 5G ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল সিম, 5G ও ইউএসবি টাইপ সি পোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.