গত বছর জুনে জাপানে লঞ্চ হয়েছিল Oppo Reno 11A। আর আজ এর উত্তরসূরি হিসেবে Reno 13A এর উপর পর্দা সরালো Oppo। এর সাথে Reno 14 5G ফোনটিও জাপানে পা রেখেছে। Oppo Reno 13A ডিভাইসের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ও ৫৮০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
জাপানে ওপ্পো রেনো ১৩এ মডেলের দাম রাখা হয়েছে ৪৮,০০০ ইয়েন (প্রায় ২৮,৬০০ টাকা)। আজ থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে, আর সেল শুরু হবে ২৬ জুন থেকে। এটি তিনটি রঙে পাওয়া যাবে – চারকোল গ্রে, আইস ব্লু এবং লুমিনস নেভি। এটি UQ Mobile, Rakuten Mobile, Y! Mobile সহ বড় বড় রিটেইলার ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
ওপ্পো রেনো ১৩এ ডিভাইসে এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লে AGC Dragontrail STAR2 গ্লাস দ্বারা সুরক্ষিত। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওপ্পো রেনো ১৩এ ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পিছনের দিকে তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (১১২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ), এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
পারফরম্যান্সের জন্য Oppo Reno 13A স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এটি ৮ জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এতে ভার্চুয়াল র্যামের মাধ্যমে মোট র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ সিস্টেমে চলে। এটি IP68/69 রেটিং সহ আসায় ধুলো ও জল থেকে সুরক্ষিত থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.