Oppo Reno 14 FS 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

Oppo আজ তাদের লুক্সেমবার্গের (Luxembourg) ক্রেতাদের জন্য একটি নতুন Reno 14 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এর নাম Oppo Reno 14 FS 5G। নয়া এই মডেলটি দুটি কালার অপশনে বাজারে এসেছে। আর এটি একটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। Oppo Reno 14 FS 5G পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 FS 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Oppo Reno 14 FS 5G স্মার্টফোনের মডেল নম্বর হল – ‘CPH2743’, যা Reno 14 F 5G এর জন্যেও রাখা হয়েছে। এতে আছে এড্রেনো ৭১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এটি কেবল ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ওপ্পো রেনো ১৪ এফএস ৫জি এর সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যা ২৩৭২ x ১০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৪০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এজিসি ড্রাগনট্রেইল ডিটি-স্টার ডি প্লাস গ্লাস ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার কথা বললে, ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Oppo Reno 14 FS 5G ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। এতে এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি, এআই এডিটর ২.০, এআই গেমিং, মোবাইল ইন্টেলিজেন্ট ইকোসিস্টেম এর মতো ফিচার রয়েছে।

Oppo Reno 14 FS 5G এর দাম ও কালার অপশন

এখনও Oppo Reno 14 FS 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম জানানো হয়নি। তবে এটি ওপাল ব্লু ও লুমিনস গ্রীন কালার অপশনে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।