Poco M7 5G জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি ২০২৩ সালে প্রকাশিত Poco M6 5G-এর উত্তরসূরী হিসাবে এই স্মার্টফোন লঞ্চ করবে। পোকো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Poco M7 5G মডেলের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এতে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটি তাদের অফিসিয়াল এক্স (পূর্বনাম টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, পোকো এম৭ ৫জি ভারতে ৩ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হবে। ব্র্যান্ডের শেয়ার করা টিজার পোস্টারে হ্যান্ডসেটটি নীল রঙে দেখা গিয়েছে। ফোনটির পিছনে বৃত্তাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড বর্তমান। ভারতের বাজারে দাম ১০,০০০ টাকার মধ্যে থাকবে।
পোকো এম৭ ৫জি-এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে ১২ জিবি র্যাম (৬ জিবি টার্বো বা ভার্চুয়াল র্যাম) মিলবে। অনলাইন শপিং প্লাটফর্ম ফ্লিপকার্টে ইতিমধ্যেই স্মার্টফোনটির একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে।
প্রসঙ্গত, পূর্বসূরী Poco M7 5G ভারতে এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে। লঞ্চের সময় দাম ছিল ১০,৪৯৯ টাকা। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) ডিসপ্লে, MediaTek Dimensity 6100+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.