স্মার্টফোনের জগতে আসছে বিপ্লব! Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ হচ্ছে 22 জানুয়ারি

এই মাসেই অপেক্ষার অবসান! বিশ্বজুড়ে থাকা স্মার্টফোন-প্রেমীদের মন খুশ করে 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে Samsung Galaxy Unpacked ইভেন্ট। এই ইভেন্টে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S25 সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে। একইসাথে তাদের মোবাইল ফোনে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ফিচার্স নিয়েও ঘোষণা করতে পারে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি।

Samsung Galaxy S25 সিরিজ আসছে 22 ডিসেম্বর

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ভারত সহ বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে। এটি স্যামসাংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রাত 11.30 থেকে সম্প্রচারিত হবে। আর ইন-পার্সন ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অনুষ্ঠিত হবে। টিজারে গ্যালাক্সি AI এবং একাধিক ডিভাইস লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই ইভেন্টে Samsung Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ হবে বলে আশা করা যায়।

Galaxy S25 Ultra মডেলটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে আসতে পারে। এই ফোনগুলিতে স্ন্যাপড্রাগন এক্স এলিট চিপসেট এবং অত্যাধুনিক ক্যামেরা পাওয়া যাবে। Ultra ফোনটিতে একটি নতুন 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। উক্ত ইভেন্টে Android XR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নতুন হেডসেট প্রকাশ্যে আনতে পারে স্যামসাং।

Samsung Galaxy S25 সিরিজ প্রি-বুক করবেন কীভাবে

আগ্রহী ক্রেতারা এখন 1,999 টাকায় Galaxy VIP পাস অর্ডার করে Galaxy S25 সিরিজের স্মার্টফোন প্রি রিজার্ভ করতে পারবেন। গ্যালাক্সি ভিআইপি পাসধারীরা 70% পর্যন্ত নিশ্চিত বাইব্যাক, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই সহ 5,000 টাকা পর্যন্ত সুবিধার লাভ পাবেন। এছাড়াও, স্যামসাং তাদের স্মার্ট ক্লাবের মেম্বারশিপ প্রদান করবে, যার মধ্যে রয়েছে 5,000 টাকার ওয়েলকাম ভাউচার এবং Samsung Shop অ্যাপের সাথে 2% লয়্যালটি পয়েন্ট।