Poco M8 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, দামে থাকবে বড় চমক

Poco আজ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে তাদের নতুন 5G ফোন, Poco M8 5G। দুপুর ১২টায় এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। তবে লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে কিনা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে Poco India-র ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে লঞ্চের আপডেট পাওয়া যাবে। ফিচারের কথা বললে Poco M8 5G ডিভাইসে 3D কার্ভড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ও ৫৫২০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
Poco M8 5G এর লঞ্চের সময়
আজ দুপুর ১২টায় Poco M8 5G ভারতে লঞ্চ হবে ।আলাদা করে লাইভস্ট্রিম হলে সেটি Poco-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। নাহলে সোশ্যাল মিডিয়াতেই ধাপে ধাপে তথ্য প্রকাশ করা হতে পারে।
Poco M8 5G এর দাম কত হতে পারে
পোকোর তরফে এখনও আসন্ন ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, হ্যান্ডসেটটির দাম ১৫ হাজার টাকার কম রাখা হতে পারে। আগে রাশিয়ার একটি ওয়েবসাইটে তুলনামূলক বেশি দামে তালিকাভুক্ত হয়েছিল ডিভাইসটি। তাই আসল দাম জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো।
কালার অপশন ও উপলব্ধতা
Poco M8 5G ভারতে Flipkart এবং Poco-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি কার্বন ব্ল্যাক, গ্ল্যাসিয়াল ব্লু, ফ্রস্ট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
Poco M8 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে ৬.৭৭ ইঞ্চি 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, রেজোলিউশন ১০৮০x২৩৯২ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৩২০০ নিটস পর্যন্ত। ভেজা হাতে ব্যবহার করার জন্য এর ডিসপ্লেতে ওয়েট টাচ ২.০ ফিচারও যোগ করা হবে।
Poco M8 5G ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে। কোম্পানি এর সাথে চার বছরের ওএস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেবে।
এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। পোকোর দাবি, ডিভাইসটির AnTuTu স্কোর ৮.২৫ লাখেরও বেশি। এতে ৮ জিবি র্যাম পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে, পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। সামনে দেওয়া হবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারির কথা বললে, Poco M8 5G ফোনে মিলবে ৫৫২০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP66 রেটিং ও মিলিটারি-গ্রেড ড্রপ সার্টিফিকেশন সহ আসবে।

