মোবাইল

নতুন বছরে 5 হাজার টাকার উপরে ছাড় Realme 13 Pro Plus ফোনের সাথে, রয়েছে সেরা ক্যামেরা

Published on:

Realme 13 Pro plus is available with discount offer in Flipkart new year sale check deals

আপনি যদি মিড রেঞ্জে দুর্দান্ত সেলফি এবং রিয়ার ক্যামেরার একটি ফোন কিনতে চান, তাহলে Realme 13 Pro + আপনার জন্য সেরা হতে পারে। এই ডিভাইসে আছে 32 মেগাপিক্সেল সেলফি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি বাম্পার ছাড় সহ কেনা যাচ্ছে। ফ্লিপকার্টে রিয়েলমির এই ডিভাইসের 12 জিবি র‌্যাম এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা। আবার যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 4 হাজার টাকা ছাড় পাওয়া যাবে।

শুধু তাই নয়, Realme 13 Pro + কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 5850 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 34 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

WhatsApp Community Join Now

Realme 13 Pro + এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি 13 প্রো প্লাস ফোনে 1080×2412 পিক্সেল রেজোলিউশনের 6.7-ইঞ্চি ফুল এইচডি + AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো 710 জিপিইউ সহ স্ন্যাপড্রাগন 7s জেন 2 ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

রিয়েলমি 13 প্রো প্লাস ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5200mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক Realme UI 5.0 কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন