রিয়েলমি ভারতে তাদের বহু প্রতীক্ষিত Realme 14 Pro সিরিজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা করল। এই লাইনআপে দুটি মডেল এসেছে – Realme 14 Pro এবং Realme 14 Pro+। এর মধ্যে বেস মডেলটির দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনটি একাধিক আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে হাজির হয়েছে। যার মধ্যে অন্যতম কালার-চেঞ্জিং ডিজাইন। চলুন জেনে আর কী কী চমক থাকছে এই ডিভাইসে।
Realme 14 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমি ১৪ প্রো-র সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ১৪০০ নিটের গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে, ফলে সূর্যের আলোতেও ফোন ব্যবহারে অসুবিধা হবে না। আবার প্যানেলটি ৪৫০০ নিটের সর্বোচ্চ ব্রাইটনেসে পৌঁছতে পারে যা এইচডিআর কনটেন্ট দেখার জন্য আদর্শ। ফোনটির মধ্যে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি ১৪ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট দ্বারা পরিচালিত। ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এটি পার্ল হোয়াইট, জয়পুর পিঙ্ক এবং সোয়েড গ্রে কালার অপশনে পাওয়া যাবে। প্রিমিয়াম ফিনিশের অনুরাগী হলে শেষেরটি আদর্শ, কারণ এতে ভিগান লেদারের ব্যাক প্যানেল রয়েছে।
অন্যদিকে, সবচেয়ে নজরকাড়া কালার স্কিম হল পার্ল হোয়াইট ভ্যারিয়েন্ট। এতে কোল্ড-সেনসিটিভ প্রযুক্তি রয়েছে যা তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নামলে নীল রঙে বদলে যায়। ফটোগ্রাফির জন্য ফোনে ওআইএস সহ একটি ৫০ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৮৮২) প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা সেন্সর আছে।
রিয়েলমিকে একে বিশ্বের প্রথম ট্রিপল ফ্ল্যাশ-ক্যামেরা ফোন হিসাবে মার্কেটিং করছ। সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এছাড়া, নতুন ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, হাই-রেজ অডিও, ডাস্ট এবং ওয়াটারপ্রুফ বিল্ড, হাইপারইমেজ+ ইমেজ প্রসেসিং, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম।
Realme 14 Pro দাম ও লভ্যতা
রিয়েলমি ১৪ প্রো-র ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৬,৯৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফার হিসাবে ২,০০৮ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ২৩ জানুয়ারি প্রথম সেল৷ ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ হবে।