নতুন বছরের শুরুতেই স্মার্টফোন-প্রেমীদের সুখবর শোনল রিয়েলমি। আজ ভারতে লঞ্চ হয়ে গেল Realme 14 Pro সিরিজ। এই লাইনআপের অধীনে Realme 14 Pro ও Realme 14 Pro+ ভারতে পা রেখেছে। ফোনগুলির সবচেয়ে বড় আকর্ষণ হল কালার-শিফটিং টেকনোলজি। এই প্রযুক্তি ১৬ ডিগ্রির নিচে তাপমাত্রা চলে গেলে সাদা থেকে ফোনের রঙ নীলে বদলে দেয়। আবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেলে রঙ নীল থেকে সাদায় ফিরে আসে। এই প্রতিবেদনে Realme 14 Pro+ এর দাম সহ বিস্তারিত তথ্য জেনে নেবো আমরা।
Realme 14 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমি ১৪ প্রো+ এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ২৮০০x১২৭২ পিক্সেল রেজোলিউশন, ১.০৭ বিলিয়ন কালার, ও ৩৮৪০ গিগাহার্টজ পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক স্ন্যাপড্রগন ৭এস জেন৩ চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিইউ রয়েছে।
রিয়েলমির নতুন ফোনটি ভারতে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে মিলবে। ফোনের ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, হাই-রেজ অডিও, স্টিরিও স্পিকার, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রিয়েলমি ১৪ প্রো+ এর আকর্ষণ।
Realme 14 Pro+ ক্যামেরার দিক থেকে বেস মডেল থেকে উন্নত। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX8986 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং ১২০x পর্যন্ত জুম সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সিঙ্গেল লেন্স।
Realme 14 Pro+ দাম ও লভ্যতা
রিয়েলমি ১৪ প্রো+ এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা, ৩১,৯৯৯ টাকা, ও ৩৪,৯৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফার হিসাবে ৪,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ২৩ জানুয়ারি থেকে সেল শুরু।