অপেক্ষা শেষ! Realme 15 ও Realme 15 Pro 5G স্মার্টফোন এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

বেশ কয়েক সপ্তাহ ধরে টিজার প্রকাশ করার পর অবশেষে রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন সিরিজ Realme 15 এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ২৪ জুলাই এই সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Realme 15 5G এবং Realme 15 Pro 5G মডেল দুটি বাজারে আসবে। সংস্থার তরফে শেয়ার করা একটি প্রোমোশনাল ছবিতে প্রথমবারের মতো প্রো মডেলটির ডিজাইন দেখা গেছে। এই ছবিতে দেখা গেছে বলিউড অভিনেতা ভিকি কৌশল কে, যিনি এই সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও নিযুক্ত হয়েছেন।

Realme 15 Pro 5G এর ডিজাইন ফাঁস

অফিসিয়াল টিজার পোস্টার থেকে রিয়েলমি ১৫ প্রো ৫জি এর ডিজাইন সামনে এসেছে। আগে লিক হওয়া রেন্ডারের সাথে এই ছবির মিলে আছে। ক্যামেরা সেটআপে থাকবে বড়সড় পরিবর্তন। এই সিরিজে গোল ক্যামেরা মডিউল থাকছে না, বরং পুরোপুরি নতুন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে ফোনটি।

কালার অপশনের ক্ষেত্রে কোম্পানি বেশ বৈচিত্র্য আনছে। এটি ফ্লোয়িং সিলভার ছাড়াও ভেলভেট গ্রিন, সিল্ক পিঙ্ক, এবং সিল্ক পার্পেল কালার অপশনে পাওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত এদের স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে Flipkart-এর মাইক্রোসাইট অনুযায়ী রিয়েলমি ১৫ প্রো ৫জি মডেলে ছয়টি বড় আপগ্রেড দেখা যাবে। এগুলি হল এআই, ডিজাইন, ডিসপ্লে, চিপসেট, ব্যাটারি এবং ক্যামেরা বিভাগ।

Realme 15 Pro 5G মডেলটির সবচেয়ে নজরকাড়া ফিচার হল ‘AI Edit Genie’। এই ফিচার ব্যবহারকারীদের শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করতে দেবে। আবার এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

Realme 15 Pro 5G এর সম্ভাব্য দাম

এছাড়া জানা গেছে, Realme 15 Pro 5G চারটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে: ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ভারতে এই ফোনের শুরু দাম হতে পারে প্রায় ২৫,০০০ টাকা থেকে।