রিয়েলমি শীঘ্রই তাদের নম্বর সিরিজের অধীনে Realme 15 ও 15 Pro মডেল ভারতে আনতে চলেছে। তবে এছাড়াও এই সিরিজের অধীনে আরেকটি ফোন বাজারে আসতে পারে, যার নাম Realme 15T। আগামী মাসে অর্থাৎ আগস্টে ডিভাইসটি লঞ্চ হতে পারে। এটি Realme 14T এর উত্তরসূরি হিসেবে আসবে। আজ একটি রিপোর্ট থেকে এই ফোনের মডেল নম্বর সহ কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে জানা গেছে। যার ভিত্তিতে বলা যায় যে Realme 15T সর্বোচ্চ ১২ জিবি র্যাম সহ পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১৫টি ফোনের মডেল নম্বর হবে RMX5111IN। আর এটি বাজারে আসবে আগস্টের মধ্যেই। যদিও কোম্পানির তরফে এখনও লঞ্চের বিষয়ে কিছু জানানো হয়নি। আশা করা যায়, কিছুদিন পর থেকে আমরা রিয়েলমির তরফে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে দেখবো।
রিপোর্টে বলা হয়েছে যে, রিয়েলমি ১৫টি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
এদিকে ফোনটি ফ্লোয়িং সিলভার, সিল্ক ব্লু ও সুট টাইটেনিয়াম কালার অপশন সহ বাজারে আসবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এর ডিজাইন কেমন হবে তা এখনো অস্পষ্ট।
রিয়েলমি ১৫টি এর পূর্বসূরি মডেল রিয়েলমি ১৪টি গত এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল, যার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ১৯,৯৯৯ টাকা। এটি লাইটিনিং পার্পেল, অবসডিয়ন পার্পেল ও সার্ফ গ্রীন কালার অপশন সহ এসেছিল।
স্পেসিফিকেশনের কথা বললে, এতে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, বড় ৬০০০ এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে, ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এছাড়াও, ডিভাইসটি আইপি৬৯ রেটিং সহ আসায় জল ও ধুলো প্রতিরোধী ছিল।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.