অঙ্কিতা মন্ডল, কলকাতা: ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসা Realme GT 6T 5G ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ডিল অ্যামাজন ইন্ডিয়ায় দেওয়া হচ্ছে। ডিলে আপনি রিয়েলমির ফিচারে ঠাসা স্মার্টফোনটি বাম্পার ডিসকাউন্টে কিনতে পারবেন। অ্যামাজনে এখন Realme GT 6T 5G এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৮,৯৯৮ টাকা রাখা হয়েছে। আবার এর সাথে ৫ হাজার টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, ডিভাইসটি ১৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এর সাথে প্রায় ৮৭০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও আছে। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ২২,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।
রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ২৭৮০ x ১২৬৪ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।
রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল-এর ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.