Realme এবার তাদের GT 7 সিরিজের ফোনের উপর লোভনীয় অফারের ঘোষণা করল। সংস্থাটি ‘বেস্টসেলার ডেজ’ নামে এই বিশেষ সেলের আয়োজন করেছে। এই সেলের অফারগুলি অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আর Realme Best Seller Days সেল চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এই সেলে ব্র্যান্ডের বিভিন্ন ফোন অনেক সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।
রিয়েলমি বেস্ট সেলার ডেজ সেলে Realme GT 7 এবং Realme GT 7T ফোনে থাকছে ৩ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার। সঙ্গে থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। তবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরোনো ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
জানিয়ে রাখি, রিয়েলমি জিটি ৭ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। আর রিয়েলমি জিটি ৭টি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এদের অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টও আছে।
রিয়েলমি জিটি ৭ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়া এতে পাওয়া যাবে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি ৭২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি জিটি ৭টি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি OLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৬০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ব্যাক ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.