মোবাইল

রিয়েলমি আনছে 24 জিবি RAM ও 50 মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন

Published on:

Realme gt 7 Spotted tenaa listing with key specifications 24gb ram and 50mp camera

রিয়েলমি একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে। সংস্থাটি এখন একটি ফোনের উপর কাজ করছে। এই আপকামিং ডিভাইসের মডেল নাম্বার RMX5090। দ্য টেক আউটলুকের রিপোর্ট অনুযায়ী, এই Realme ফোনটি এখন চীনের TENAA সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। তবে ডিভাইসটির নাম এখান থেকে জানা যায়নি। মনে করা হচ্ছে, এটি Realme GT 7 নামে আসতে পারে। যদিও সংস্থাটি এখনও এই আপকামিং ফোন সম্পর্কে কিছু বলেনি। তবে TENAA থেকে এর স্পেসিফিকেশন সামনে এসেছে।

অনলাইন ডেটাবেস অনুযায়ী, Realme GT 7 ফোনে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন অফার করে। এই ডিসপ্লে উচ্চ উজ্জ্বলতা এবং উচ্চ রিফ্রেশ রেট সহ আসতে পারে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড হবে 4.3 গিগাহার্টজ। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট হতে পারে। ডিভাইসটি 24 GB পর্যন্ত RAM এবং 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা। আবার এই স্মার্টফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6310mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

আর এই ফোনে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি ফেস আনলক ফিচারও অফার করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকবে 5G, 4G LTE, ব্লুটুথ, ওয়াই-ফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন