বাজেট যদি কম থাকে অর্থাৎ 8 হাজার টাকার কম দামে যদি আপনি নতুন ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে আপনার জন্য রয়েছে সেরা ডিল। এই ই-কমার্স সাইটে এখন Realme Narzo N61 ডিভাইসটি ডিসকাউন্ট কুপন সহ পাওয়া যাচ্ছে। এর 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 500 টাকা কুপন ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। রিয়েলমির স্মার্টফোনটির দাম 8499 টাকা। তবে কুপন ডিসকাউন্টের পর এটি 7,999 টাকায় কেনা যাবে।
সাথে রয়েছে ব্যাঙ্ক অফারও। আপনি Realme Narzo N61 এর সাথে 7.5% ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। আবার এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে ডিভাইসটি। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Realme Narzo N61 এর ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো N61 ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশনের 6.74 ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 560 নিটস। এতে 6 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। সাথে ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
পারফরম্যান্সের জন্য এই রিয়েলমি স্মার্টফোনে ইউনিসক T622 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এর ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। অপারেটিং সিস্টেমের কথা বললে, এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 4.0 কাস্টম স্কিনে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 4G এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।