রিয়েলমি ভারতের পাশাপাশি চীনে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। গত সপ্তাহে সংস্থাটির হোম মার্কেটে Realme GT 7 Pro Racing Edition রিলিজ হয়েছে। আবার চলতি মাসে Realme Neo 7 SE নামে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন আনতে চলেছে তারা। এখন ব্র্যান্ডটি একটি নতুন পোস্টারের মাধ্যমে নতুন মডেলটির দামের রেঞ্জ প্রকাশ করেছে। এটি Redmi Turbo 4 ফোনটিকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
কোম্পানি অফিসিয়াল টিজারে চীনে Realme Neo 7 SE এর দাম ২০০০ ইউয়ানের (প্রায় ২৩,৯০০ টাকা) নিচে থাকবে বলে আভাস দিয়েছে। Dimensity 8400 Max প্রসেসর থাকবে এতে। অন্যদিকে, Dimensity 8400 চিপসেট চালিত Redmi Turbo 4-এর দাম ১,৯৯৯ ইউয়ান থেকে শুরু। ফলে বোঝাই যাচ্ছে দুই ফোনের লড়াই কতটা জোরদার হতে চলেছে।
মজার বিষয় হল, রেডমির ক্ষেত্রে Ultra ও রিয়েলমির জন্য Max ব্র্যান্ডিং থাকলেও মিডিয়াটেকের প্রসেসর কিন্তু সেম। যদি Realme Neo 7 SE-এর ৮ জিবি র্যাম ভেরিয়েন্ট আসে, তাহলে এটি রেডমির মডেলটিকে পেছনে ফেলে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Dimensity 8400 প্রসসর চালিত ফোনে পরিণত হতে পারে।
রিয়েলমি শুধু চিপসেটের নাম প্রকাশ করলেও, টেনা লিস্টিং থেকে নিও ৭ এসই মডেলের প্রচুর তথ্য সামনে এসেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪ জিবি পর্যন্ত র্যাম, ১ টিবি পর্যন্ত ইর্ন্টানাল স্টোরেজ, ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৬, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর (ইনফ্রারেড) ব্লাস্টার থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.