Realme Neo 8 বাজারে আসছে AMOLED ডিসপ্লে, 8000mAh ব্যাটারি ও Snapdragon প্রসেসরের সাথে

রিয়েলমি তাদের নিও সিরিজে নতুন মডেল সংযোজন করতে চলেছে। এই সিরিজের নাম Realme Neo 8। চীনে লঞ্চের আগে সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি নিয়ে আলোচনা তুঙ্গে। একের পর এক টিজার এবং সার্টিফিকেশন লিস্টিং থেকে এর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যার ভিত্তিতে অনেকেই Realme Neo 8 কে ফ্ল্যাগশিপ কিলার বলতে শুরু করেছেন। সেটা কতটা বাস্তব হবে, তা অবশ্য লঞ্চের পরই বোঝা যাবে।
Realme Neo 8 এর সম্ভাব্য ফিচার
রিয়েলমি কয়েকদিন আগে নিশ্চিত করেছে যে Realme Neo 8 মডেলে ব্যবহার করা হবে স্যামসাংয়ের M14 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওএলইডি ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৬৫ হার্টজ। কোম্পানির দাবি, এই নতুন লুমিনাস ম্যাটেরিয়াল আগের তুলনায় কম পাওয়ার খরচ করে এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স ধরে রাখে। ডিসপ্লের মধ্যে থাকবে আল্ট্রাসনিক ৩ডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্ক্র্যাচ আর হালকা ধাক্কা থেকে বাঁচানোর জন্য দেওয়া হবে বিশেষ ক্রিস্টাল কোটেড গ্লাস। সামনে চারদিকে সমান বেজেল ও হালকা কার্ভড কর্নার ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম লুক দেবে।
চীনের TENAA সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, RMX8899 মডেল নম্বরের Realme Neo 8 হ্যান্ডসেটে থাকবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, রেজোলিউশন ১২৭২×২৭৭২ পিক্সেল। পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে, যেখানে ৫০ মেগাপিক্সেলের দুটি সেন্সরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। সেলফির জন্য সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটি ৭,৭৫০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যেটিকে রিয়েলমি সম্ভবত ৮,০০০ এমএএইচ বলে প্রচার করবে। সঙ্গে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। র্যাম অপশনে ৮ জিবি থেকে শুরু করে ২৪ জিবি পর্যন্ত বিকল্প থাকতে পারে, আর স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ১২৮ জিবি থেকে সরাসরি ১ টিবি পর্যন্ত অপশন। ফোনটির ওজন প্রায় ২১৫ গ্রাম এবং পুরু ৮.৩ মিলিমিটার হবে।
পারফরম্যান্সের জন্য Realme Neo 8 মডেলে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট। ফোনটি সাইবার পার্পল রঙে, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ডিজাইন সহ আসবে বলে ইঙ্গিত মিলেছে। চীনে ইতিমধ্যেই এর প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। এখন শুধু লঞ্চের দিনের অপেক্ষা।

