মোবাইল

৪০০০ টাকা ডিসকাউন্ট, Realme P3 সিরিজ প্রথম সেলে অনেক কম দামে কেনার সুযোগ

Published on:

Realme P3 5G series including p3 pro p3 ultra now available with rs 4000 discounts and bank offers

Realme সম্প্রতি ভারতে P3 সিরিজের নতুন ফোন নিয়ে এসেছে। বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার এই সিরিজের ইউএসপি। ডিভাইসগুলি IP69 রেটিং সহ অসাধারণ পারফরম্যান্স অফার করে। আপনি চাইলে এখন এই সিরিজের স্মার্টফোনগুলি কম দামে কিনতে পারেন। এই লাইনআপে অন্তর্ভুক্ত Realme P3 Ultra 5G, Realme P3 Pro 5G, Realme P3 5G এবং Realme P3x 5G হ্যান্ডসেটগুলি সরাসরি ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে।

Realme P3 Pro 5G ফোনে বড় ছাড়

৪০০০ টাকা ডিসকাউন্ট সহ আজ ২ এপ্রিল দুপুর ২টো থেকে Realme P3 Pro 5G এর সেল শুরু হচ্ছে। এর দাম শুরু হয়েছে ২৩,৯৯৯ টাকা থেকে। ২ এপ্রিল এবং ৪ এপ্রিল এটি ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে অর্ডার করা যাবে। এর সাথে রয়েছে ২,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।

Realme P3 Ultra 5G ডিভাইসে ডিসকাউন্ট

আল্ট্রা মডেলটি আজ সেলে সমস্ত অফারের সুবিধা নিয়ে ২৩,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এর সাথে ৩০০০ টাকা ব্যাঙ্ক ছাড় পাওয়া যাচ্ছে এবং এর সুবিধা ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসরের সাথে এসেছে।

Realme P3 5G তেও ছাড় পাওয়া যাচ্ছে

রিয়েলমির বাজেট ডিভাইসটি ১৫,৪৯৯ টাকার অফার মূল্যে কেনা যাবে এবং এর সাথে ১,৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর রয়েছে। এটি তিনটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ।

সবচেয়ে বেশি ছাড়ে Realme P3x 5G

নতুন সিরিজে অন্তর্ভুক্ত ডিভাইসগুলিরর মধ্যে Realme P3x 5G সবচেয়ে সাশ্রয়ী এবং এটি ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ১২,৯৯৯ টাকা থেকে কেনা যেতে পারে। এই ফোনটি মিডনাইট ব্লু, লুনার সিলভার এবং স্টেলার পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।