Realme P4 Pro 5G আজ সেলে বাম্পার ডিসকাউন্টে কিনুন, 50MP Sony ক্যামেরা সহ রয়েছে 7000mAh ব্যাটারি

Realme P4 Pro 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। দুর্দান্ত ফিচারের কারণে এই ফোনের জন্য আগ্রহ তুঙ্গে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আজ এই স্মার্টফোনটি কেনা যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ডিভাইসটির জন্য ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু করে মাত্র ১২ ঘণ্টার স্পেশাল সেলের আয়োজন করা হয়েছে। এই সেলে ক্রেতারা Realme P4 Pro 5G স্মার্টফোনটি ৫,০০০ টাকা পর্যন্ত সস্তায় কিনতে পারবেন।

Realme P4 Pro 5G এর ভারতে দাম ও অফার

ভারতে Realme P4 Pro 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৬,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৮,৯৯৯ টাকা। এটি বির্চ উড, ডার্ক ওক উড ও মিডনাইট আইভি কালার অপশনে এসেছে।

তবে স্পেশাল সেলে রিয়েলমি পি৪ প্রো কেনার সময় এসবিআই আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবেন ১,২০০ টাকা ডিসকাউন্ট। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ২,১৫০ টাকা ছাড়। ফোনটি পাওয়া যাবে Flipkart, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্বাচিত রিটেল স্টোর থেকে।

Realme P4 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme P4 Pro 5G ডিভাইসে আছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ৪ডি কার্ভড প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ৬৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৭আই। এতে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেডিকেল OV50D ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর (OIS সহ) ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড লেন্স।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে চলবে। আবার Realme P4 Pro 5G স্মার্টফোনে AI পাওয়ারড হাইপার ভিশন চিপ উপস্থিত আছে, যা গেমপ্লে, ক্ল্যারিটি ও ফ্রেম রেট উন্নত করবে। অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে এতে ভিসি কুলিং সিস্টেমও পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি আইপি৬৫ ও আইপি৬৬ রেটিং সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।