Realme জুন মাসে তাদের জনপ্রিয় GT 7 ও Narzo 80 5G সিরিজের ফোনের সাথে বিশেষ অফার ঘোষণা করলো। ২৪ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সেল চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। চারদিনের এই সেলে Realme ফোনে থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কুপন ছাড় ও ইএমআই এর সুবিধা। আসুন এই সেলে Realme GT 7 ও Narzo 80 5G সিরিজ কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমি জিটি ৭ ফোনে আছে ৭০০০ এমএএইচ Titan ব্যাটারি, যা মাত্র ১৪ মিনিটে ৫০ শতাংশ এবং ৪০ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে যায়। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটিই প্রথম স্মার্টফোন, যা TUV Rheinland-এর ৫-স্টার ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ও উন্নত গ্রাফিন কুলিং সিস্টেম। এর দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। তবে কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ এটি অনেকটাই কম দামে কেনা যাবে। এর সাথে ছয় মাসের ইএমআই সুবিধা পাওয়া যাচ্ছে।
রিয়েলমি জিটি ৭টি স্মার্টফোনে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট। এর সাথে এই ডিভাইসে আছে গুগল জেমিনি এআই ফিচার, যার মধ্যে থাকবেএ AI Translator, Eraser 2.0 ও Tools 2.0। এর দাম ৩১,৯৯৯ টাকা হলেও, সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ৯ মাসের ইএমআই সুবিধা রয়েছে।
রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোনটিকে অ্যাস্টন মার্টিনের সাথে যৌথভাবে ডিজাইন করেছে চীনা সংস্থাটি। রেসিং গ্রিন রঙে আসা এই ডিভাইসে আছে সিলভার উইংস এমব্লেম, স্পেশাল সিম ইজেক্টর ও কালেক্টর বক্স। দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। তবে এখন এর সাথে ১২ মাসের ইএমআই ও ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ডিভাইসটি মূলত গেমারদের জন্য এসেছে। এর ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ও ৯০এফপিএস গেমিং সাপোর্ট ফিচার PUBG বা BGMI প্লেয়ারদের মন জয় করে নেবে। এছাড়া এই স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি HyperGlow ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট। অফারের কারণে এই স্মার্টফোনটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.