নুবিয়া রেড ম্যাজিক (Red Magic) তাদের নতুন গেমিং স্মার্টফোন Red Magic 10S Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। গত সপ্তাহে Pro+ মডেলের সাথে এটি প্রথমবার চীনে লঞ্চ হয়েছিল। যদিও বিশ্ববাজারে Pro+ মডেলটি আসেনি। ফিচারের কথা বললে Red Magic 10S Pro ডিভাইসে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।
রেড ম্যাজিক ১০এস প্রো প্রি-অর্ডার করা যাবে ১৭ জুন ২০২৫ থেকে। আর ১৮ জুন থেকে এর সেল শুরু হবে। ডিভাইসটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার (প্রায় ৫৮,০০০ টাকা), আর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৮৪৮ মার্কিন ডলার (প্রায় ৭০,০০০ টাকা), এবং ২৪ জিবি র্যাম + ১ টিবি মডেলটির দাম ৯৯৯ মার্কিন ডলার (প্রায় ৮৪,০০০ টাকা)।
এই ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, এবং লাতিন আমেরিকায় বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। আর ভিয়েতনাম, তুরস্ক, এবং ব্রাজিলে পরে বিক্রি শুরু হবে।
রেড ম্যাজিক ১০এস প্রো ফোনে দেওয়া হয়েছে ৬.৮৫ ইঞ্চি ১.৫কে OLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রেড ম্যাজিক ওএস ১০.৫ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। গেমিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে রেড কোর আর৩ প্রো চিপ।
তাপ নিয়ন্ত্রণের জন্য Red Magic 10S Pro গেমিং ডিভাইসে ভ্যাপর চেম্বার সহ ১০ স্তরের ICE-X লিকুইড মেটাল ২.০ কুলিং সিস্টেম রয়েছে। আবার RGB ফ্যান লাইট ১৫টি ভিন্ন রঙে সেট করা যাবে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে তিনটি ক্যামেরা উপস্থিত। এগুলি হল OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ১২০-ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে ১৬ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা পাওয়া যাবে। এর অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ৩.৫মিমি হেডফোন জ্যাক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.