চীনে লঞ্চের কয়েকমাস পর আন্তর্জাতিক বাজারে এসেছে RedMagic 10 Air স্মার্টফোন। তবে এপ্রিলে ফোনটি প্রথমবার গ্লোবাল মার্কেটে পা রাখলেও, তখন সব কালার ভ্যারিয়েন্ট উপলব্ধ ছিল না। এর ‘টুইলাইট’ আর ‘হেলস্টোন’ কালার অপশন পাওয়া গেলেও, আকর্ষণীয় ‘ফ্লেয়ার’ কালার অপশন বাজারে আসেনি। তবে এবার ফোনটির নতুন কালার অপশন বিশ্ব বাজারে প্রি-অর্ডার করা যাবে। সংস্থাটি RedMagic 10 Air এর নতুন ভ্যারিয়েন্টের দামও নিশ্চিত করেছে।
রেডম্যাজিক ঘোষণা করেছে যে, আগামী ২৩ জুন থেকে গ্লোবাল মার্কেটে শুরু হবে রেডম্যাজিক ১০ এয়ার-এর নতুন কালার অপশনের প্রি-অর্ডার। এই ফোনটি কেবল ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার (যা ভারতীয় মূল্যে প্রায় ৫৪,০০০ টাকার কাছাকাছি)।
রেডম্যাজিক ১০ এয়ার মডেলের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি OLED ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস পৌঁছাতে পারে ১৩০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রেডম্যাজিক ওএস ১০.০ কাস্টম স্কিনে।
ফটোগ্রাফির জন্য রেডম্যাজিক ১০ এয়ার এর পিছনে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ বর্তমান, যার একটি প্রাইমারি সেন্সর, আর অন্যটি আল্ট্রা-ওয়াইড লেন্স। এতে ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
RedMagic 10 Air এর অন্যান্য ফিচারের মধ্যে আছে – ডুয়েল সিম সাপোর্ট, গেমিংয়ের জন্য ৫২০ হার্টজ শোল্ডার ট্রিগার, নতুন প্রজন্মের আইসিই ম্যাজিক কুলিং সিস্টেম (Liquid Metal 2.0 সহ), স্টেরিও স্পিকার, RGB লাইটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.