মোবাইল

জলের দরে সেরা ফোন! Redmi 14C 5G দুর্দান্ত ফিচার্স নিয়ে বিশাল সস্তায় বাজারে এল

Published on:

redmi 14c 5g price in india launch specifications features all details

আজ Redmi 14C 5G ভারতে 10,000 টাকার কমে লঞ্চ হয়ে গেল। গত বছরের Redmi 13C 5G-এর তুলনায় নতুন ডিজাইন, বড় ডিসপ্লে, ফাস্ট চিপসেট সহ একাধিক আপগ্রেড যুক্ত হয়েছে এই ফোনে। 3.5 মিমি হেডফোন জ্যাকের মতো বেসিক ফিচার তো থাকছেই। পাশাপাশি, 33W চার্জার এবং IP52 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স অফার করবে Redmi 14C 5G।

Redmi 14C 5G দাম এবং লভ্যতা

রেডমি 14C ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 9,999 টাকা ও 10,999 টাকা। আর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের মূল্য 11,999 টাকা। ফোনটি 10 জানুয়ারি দুপুর 12টা থেকে আমাজন, ফ্লিপকার্ট, এমআই ডট কম, এবং শাওমির রিটেল স্টোর থেকে কেনা যাবে। এটি স্টারলাইট ব্লু, স্টারগেজ ব্ল্যাক এবং স্টারডাস্ট বেগুনি রঙে উপলব্ধ হবে।

WhatsApp Community Join Now

Redmi 14C 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমির এই ফোনে 6.88 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন, ও 600 নিটস ব্রাইটনেস অফার করে। ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5,160 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

ফটোগ্রাফির কথা বললে, রেডমি 14C-এর ব্যাকে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করেছে। ফ্রন্টে মিলবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি চলবে Android 15 নির্ভর শাওমি হাইপারওএস-এ। অন্যান্য ফিচার্সের মধ্যে উপস্থিত IP52 জল ও ধুলো প্রতিরোধী রেটিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

Redmi 14C 5G নতুন কী অফার করছে

রেডমি 14সি 5G গত বছরে লঞ্চ হওয়া রেডমি 13সি 5G-এর আপগ্রেড। ফোনটির পিছনে গোল ক্যামেরা মডিউল রয়েছে যার মধ্যে চারটি সেন্সর বলে মনে হতে পারে। তবে ক্যামেরা মাত্র দুটি। আগের মডেলের তুলনায় ফোনে আরও বড় ডিসপ্লে ও হাই রিফ্রেশ রেট রয়েছে। সঙ্গে দ্রুত চিপসেট ও কিছুটা বড় ব্যাটারিও পাবেন আপনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন