Best 5G Smartphone Under ₹10000 Rupees in 2025: শাওমি বিভিন্ন সেগমেন্টের ক্রেতাদের আকর্ষিত করতে নতুন নতুন ফোন নিয়ে আসে। সম্প্রতি, ব্র্যান্ডটি 10 হাজার টাকার কমে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Redmi 14C 5G। এটি Redmi 13C 5G এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হয়েছে এবং স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। গতকাল অর্থাৎ ১০ জানুয়ারি থেকে এই ডিভাইসের বিক্রি শুরু হয়েছে। Redmi 14C 5G কোম্পানির ওয়েবসাইট ছাড়াও অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।
Redmi 14C 5G এর ভারতে দাম
রেডমি 14C 5G এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। আবার 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া এর 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 11,999 টাকায় কেনা যাবে। এই ডিভাইসটি স্টারলাইট ব্লু, স্টারডাস্ট পার্পল এবং স্টারগেজ ব্ল্যাক কালারে এসেছে।
Redmi 14C 5G এর স্পেসিফিকেশন
রেডমির নতুন এই ফোনের ফিচারের কথা বললে এতে 120Hz রিফ্রেশ রেটের 6.88-ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লে টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত এবং এর ফ্লিকার-ফ্রি ফিচার চোখের উপর চাপ ফেলবে না। রেডমি 14C 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS সফ্টওয়্যার স্কিন উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে।
এই ডিভাইসের ব্যাক প্যানেলে আছে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি 5160mAh ব্যাটারি সহ এসেছে যা 18W চার্জিং সাপোর্ট করে। তবে এর রিটেল বক্সে 33W চার্জার দেওয়া হয়েছে।