Redmi 15C নামে বাজারে আসছে Poco C85, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ থাকবে নতুন ক্যামেরা ডিজাইন

রেডমির নতুন বাজেট ফোন Redmi 15C খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। এটি ২০২৪ সালের আগস্টে আসা Redmi 14C এর উত্তরসূরি হবে। ইতিমধ্যেই এই হ্যান্ডসেটটির সম্ভাব্য ডিজাইন ও ছবি ফাঁস হয়েছে। এছাড়া স্মার্টফোনটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। শুধু Redmi 15C নয়, Poco-র তরফ থেকেও নিয়ে আসা হচ্ছে Poco C85, এবং এটিও ঠিক একই রকম স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Redmi 15C সম্পর্কে কি কি জানা গেছে

ফাঁস হওয়া ছবিগুলি থেকে স্পষ্ট যে, রেডমি ১৫সি-এর ডিজাইন ১৪সি এর তুলনায় কিছুটা আলাদা। পিছনের দিকে দেখা যাবে একটি চৌকো ক্যামেরা সেটআপ, যার কোণগুলি গোল। সেখানে দুটি গোল ক্যামেরা সেন্সর উপরে-নিচে সাজানো, সঙ্গে আছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের নিচের দিকে বাম দিকে রয়েছে রেডমি লোগো। সামনের দিকে দেখা যাবে পাতলা বেজেল এবং উপরের মাঝখানে ওয়াটারড্রপ-স্টাইল নচ থাকবে, যার মধ্যে দেওয়া হবে সেলফি ক্যামেরা।

NieuweMobiel তাদের প্রতিবেদনে দাবি করেছে, রেডমি ১৫সি মোট চারটি কালার অপশনে পাওয়া যাবে – মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, টুইলাইট অরেঞ্জ এবং গ্রীন। আর ফোনটি ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন সহ আসতে পারে।

Xpertpick-এর আরেকটি রিপোর্টে বলা হয়েছে, Redmi 15C (মডেল নম্বর 25078RA3EA) এবং Poco C85 (মডেল নম্বর 25078PC3EG) উভয় স্মার্টফোনকে দেখা গেছে থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ডেটাবেসে। মডেল নম্বরের মধ্যে একই সংখ্যার ধারাবাহিকতা থেকে অনুমান করা যাচ্ছে, ফোন দুটির হার্ডওয়্যার ও ফিচারে বড় কোনো পার্থক্য থাকবে না।

NBTC এর সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রেডমি ও পোকোর দুটি ফোনই ৪জি এলটিই কানেক্টিভিটির সঙ্গে আসছে, অর্থাৎ এগুলিতে 5G কানেক্টিভিটি থাকবে না। আগেই উভয় মডেলকে ইউরোপের EEC এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত করে এগুলি দ্রুত বাজারে আসবে।

এর আগে FCC সার্টিফিকেশন সাইট থেকেও Redmi 15C সম্পর্কে কিছু তথ্য উঠে এসেছিল। এতে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে।

Photo Credit: NieuweMobiel