রেডমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক K সিরিজের পরবর্তী মডেলগুলির বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আজ কোম্পানি Redmi K90 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। অফিসিয়াল পোস্টার অনুযায়ী চলতি মাসেই বাজারে পা রাখতে চলেছে আপকামিং সিরিজটি। এছাড়া পোস্টারে আসন্ন K90 সিরিজের ডিজাইনের আভাসও দেওয়া হয়েছে। চলুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রেডমি দ্বারা প্রকাশিত নতুন পোস্টারে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৭ অক্টোবর চীনে Redmi K90 Pro Max লঞ্চ করা হবে। যদিও, পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে আশা করা যায় যে একই লঞ্চ ইভেন্টে Pro Max ভ্যারিয়েন্টের সাথে স্ট্যান্ডার্ড Redmi K90 মডেলটিও আত্মপ্রকাশ করবে।
ব্র্যান্ডের শেয়ার করা টিজারগুলিতে Redmi K90 Pro Max এর হোয়াইট ভার্সনটিকে দেখানো হয়েছে, যা আল্ট্রা-স্লিম বেজেল এবং গোলাকার কোণ সহ স্লিক ডিজাইন অফার করবে। ফোনটির রিয়ার প্যানেলের ওপরে বৃহৎ আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থিত, যার বাঁদিকে ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। আর ডানদিকে “সাউন্ড বাই বোস” (Sound by Bose) ব্র্যান্ডিংটিও দেখা যাবে। অর্থাৎ, এতে প্রিমিয়াম-টিউনড অডিও আউটপুট পাওয়া যাবে। কোম্পানি এখনও Redmi K90-এর অফিসিয়াল ইমেজ প্রকাশ করেনি, তবে এতে Pro Max-এর মতো একই ডিজাইনের ল্যাংগুয়েজ থাকবে বলে আশা করা যায়।
এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, Redmi K90 Pro Max মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হবে, আর Redmi K90 হ্যান্ডসেটে গত বছরের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে।
Redmi K90 সিরিজে ২কে রেজোলিউশনের ৬.৫৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা উজ্জ্বল ভিজ্যুয়াল এবং গভীর কনট্রাস্ট অফার করবে। ডিভাইসগুলিতে সম্ভবত বড় ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং স্পিড সাপোর্ট করতে পারে। Redmi K90 Pro Max মডেলের ক্যামেরা সেটআপে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, Redmi K90 সিরিজের দাম চীনে প্রায় ৩,৯৯০ ইউয়ান (প্রায় ৪৯,৩০০ টাকা)-এর কাছাকাছি থাকবে বলে শোনা যাচ্ছে। আর আশা করা হচ্ছে যে গ্লোবাল মার্কেলাইনআপটিটে পোকো ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হবে। আন্তর্জাতিক বাজারে Redmi K90 ফোনটি Poco F8 Pro এবং K90 Pro Max ভ্যারিয়েন্টটি Poco F8 Ultra নামে আত্মপ্রকাশ করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.