Redmi K90 Pro Max ও Redmi K90 ট্রিপল রিয়ার ক্যামেরা ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, দাম কত থেকে শুরু

সম্প্রতি চীনে Redmi K90 এর পাশাপাশি Redmi K90 Pro Max লঞ্চ হয়েছে। দ্বিতীয় মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ এসেছে, সাথে রয়েছে কোম্পানির ডি২ ডিসপ্লে চিপ এবং ৭৫৬০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে পাওয়া যাবে ৬.৯ ইঞ্চি ওএলইডি স্ক্রিন, যার সর্বনিম্ন উজ্জ্বলতা ১ নিট। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Redmi K90 মডেলে আছে ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৬.৫৯;ইঞ্চি ডিসপ্লে। আর উভয় ডিভাইসে বোস টিউনড স্পিকার সেটআপ থাকলেও, Redmi K90 Pro Max হ্যান্ডসেটে অতিরিক্ত ২.১ চ্যানেল স্টেরিও স্পিকার বর্তমান।

Redmi K90 সিরিজের দাম ও উপলব্ধতা

Redmi K90 Pro Max এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা)। আর এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৫,০০০ টাকা) এবং ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৯,০০০ টাকা)। আবার ১৬ জিবি র‍্যাম + ১ টিবি ইনবিল্ট স্টোরেজ সহ টপ মডেলটির দাম ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,০০০ টাকা)।

এদিকে রেডমি কে৯০ এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) ধার্য করা হয়েছে। এছাড়া ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৫,০০০ টাকা), ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০০০ টাকা) এবং ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪৩,০০০ টাকা)। আর সবচেয়ে ব্যয়বহুল ভ্যারিয়েন্টটির দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা) এবং এতে ১৬ জিবি র‍্যাম + ১ টিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।

উভয় স্মার্টফোন চীনে কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে। Redmi K90 মডেলটি হোয়াইট, ব্ল্যাক, অ্যাকোয়া ব্লু এবং লাইট পার্পেল রঙে এসেছে। অন্যদিকে Redmi K90 Pro Max ডেনিম, গোল্ডেন হোয়াইট এবং ব্ল্যাক (চীনা থেকে অনুবাদিত) কালার অপশনে মিলবে।

Redmi K90 Pro Max এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi K90 Pro Max এবং Redmi K90 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলে। Pro Max মডেলে আছে ৬.৯ ইঞ্চি (১২০০×২৬০৮ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ নিট। এই ডিসপ্লে ডলবি ভিশন ও ওয়েট টাচ ২.০ সাপোর্ট করবে।

Redmi K90 Pro Max হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটির হাইলাইট হল বোস-টিউনড ২.১ ট্রিপল-স্পিকার স্টেরিও সিস্টেম, যার মধ্যে দুটি স্টেরিও স্পিকার এবং একটি উফার রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi K90 Pro Max স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। এই ক্যামেরা ৮কে ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Redmi K90 Pro Max ডিভাইসে ৭,৫৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ২২.৫ ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের ব্যবস্থাও আছে। সিকিউরিটির জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi K90 এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi K90 ফোনের সামনে দেখা যাবে ১,১৫৬×২,৫১০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। অন্যান্য স্ক্রিন ফিচার Redmi K90 Pro Max এর মতোই। স্ট্যান্ডার্ড মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, অ্যাড্রেনো জিপিইউ, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

ছবি এবং ভিডিওর জন্য, Redmi K90 ডিভাইসেও ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট মিলবে, যার মধ্যে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ১/১.৫৫-ইঞ্চি সেন্সর, ৫০-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। আর সামনে ২০-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে প্রো ম্যাক্স মডেলের মতোই ভিডিও-ক্যাপচারিং ক্ষমতা উপস্থিত।

Redmi K90 স্মার্টফোনে ৭,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাছাড়া, এতে ২২.৫ ওয়াট রিভার্স চার্জিংও সাপোর্ট করে।