কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 14 SE 5G। আর ফোনটি আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। প্রথম সেলে ক্রেতারা বিশেষ ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। দুপুর ১২ টা থেকে Flipkart, Xiaomi India-এর ই-স্টোর, অফলাইন শাওমি আউটলেট থেকে এই সেল শুরু হবে। Redmi Note 14 SE 5G ফোনে পাওয়া যাবে ২১০০ নিটস ব্রাইটনেসের অ্যামোলেড ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর।
Redmi Note 14 SE 5G এর একমাত্র ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। যদিও লঞ্চ অফার হিসেবে, ডিভাইসটি ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ কেনা যাবে। ফোনটি ক্রিমসন রেড, মিস্টিক হোয়াইট আর টাইটান ব্ল্যাক কালার অপশনে এসেছে।
রেডমি নোট ১৪ ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট আর সর্বোচ্চ ২১০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে এইচডিআর১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট করবে। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে
Redmi Note 14 SE 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার কথা বললে, এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, ৮ মেডিকেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
Redmi Note 14 SE 5G ফোনটি ৫১১০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য থাকছে ডলবি অডিও সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.